মার্চ ২৩, ২০২৩ ২:০১ বিকাল



নওগাঁয় র‌্যাবের অভিযানে টমেটোবাহী ট্রাকে ১হাজার ১৬৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ সংবাদদাতা:

নওগাঁয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ১শ ৬৮ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

২৭ ডিসেম্বর রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী বাজার নামক স্থানে রাজশাহী থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী টমেটো কার্টুন বাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৬৮ বোতল ফেন্সিডিল ৩টি মোবাইল ৫টি সিম, ২টি মেমোরি কার্ড, নগত ১ হাজার টাকা,একটি ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো ন-১১.৭৭.০৩ সহ তাদের আটক করে র‌্যাব-৫ রাজশাহী নগরীর সিপিএসসি একটি আভিযানিক দল।

আটককৃতরা হচ্ছেন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার নন্দাপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ আইয়ুব আলী (২৪), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চামটানতুন বাজার গ্রামের নূরে আলমের ছেলে রবিউল ইসলাম (২৪) ও ভোলা সদর উপজেলার উত্তরদিগলদি গ্রামের আলমগীরের ছেলে শামীম (২৬)।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার এ.টি.এম মাইনুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে ।



Comments are closed.

      আরও নিউজ