জুন ৭, ২০২৩ ১:০৯ সকাল



নওগাঁয় বাসের ধাক্কায় চার্জার-ভ্যান গাড়ির তিন জন আহত

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর মান্দায় বিআরটিসি বাসের ধাক্কায় এক চার্জার ভ্যানচালক ও ২ জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। ১৭ জানুয়ারি বিকেল ৫ টার দিকে উপজেলার ফেরিঘাট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার সফাপুর ইউপির শ্রীনগর গ্রামের ভ্যানচালক কফিলের ছেলে আতিকুর, ভ্যানের যাত্রী নূরল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার (৩৫) এবং জেসমিনের বোন মুক্তা পারভীন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক রিজার্ভ ভাড়ায় যাত্রীদের নিয়ে প্রসাদপুর আফজাল ডাক্তারের কাছে যাচ্ছিলেন। ওইসময় ভ্যানের যাত্রী ছিলেন নূরল ইসলাম, তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) এবং শালিকা মুক্তা পারভীন (৩০)। তবে ওই একই ভ্যানে থাকা আরেকজন যাত্রী জেসমিনের স্বামী নূরল ইসলাম ধাক্কা লাগার সময় ভানগাড়ি থেকে আগেই লাফ দিয়ে প্রাণে বেঁচে যান।

আহত জেসমিন জানান, তিনি ১৫ বছর বয়স থেকে ডায়াবেটিস রোগে আক্রান্ত। আক্রান্ত হবার কারণে বেশকিছুদিন হলো দুচোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন। এর কিছুদিন পর আবার ডান পায়ের গোড়ালিতে আগাতপ্রাপ্ত হয়ে কোনমতে চলাফেরা করতে পারতেন। কিন্তু ঘটনার দিন স্বামী এবং ছোটবোনকে সাথে নিয়ে ডাক্তার দেখানোর জন্য প্রসাদপুর যাচ্ছিলেন।

এমতাবস্থায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট নামক স্থানে পৌঁছার পর নওগাঁ- রাজশাহী মহাসড়ক পার হয়ে প্রসাদপুরের দিকে যাওয়ার জন্য রাস্তা পারাপরের সময় নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহীমূখী একটি বিআরটিসি যাত্রিবাহী বাস ভ্যানগাড়িটিকে সামনে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক এবং যাত্রীরা মারত্মকভাবে আহত হয়। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। ভ্যানচালক প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে আজ বাড়ি ফিরে গেলেও অপর দুইজন আহতদের মধ্যে মুক্তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে। আর আরেকজন জেসমিনের শারিরিক অবস্থা বেশ নাজুক। তিনি বেশ অসুস্থ। তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে কাতরাচ্ছেন। টাকার অভাবে তাদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তিনি চিকিৎসাব্যায় মিটাতে বিআরটিসি বাস কর্তৃপক্ষসহ সকলের কাছে আর্থিক সহযোগীতা কামনা করেছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের চিকিৎসা ব্যায় মিটাতে গিয়ে যদি কোন সহযোগিতা করতে হয়, যদি তারা যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



Comments are closed.

      আরও নিউজ