রিফাত হোসেন, নওগাঁ জেলা সাংবাদদাতাঃ নওগাঁয় জেলা রোভারের সৌজন্যে নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে নওগাঁ জেলা রোভার। গত বুধবার সম্পাদক মো.নাসিম আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় শেষে জেলা রোভারের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। এ সময় অধ্যক্ষ (অব.) মো.মোফাখ্খার হোসেন খান পথিক,এল,টি অধ্যক্ষ মোঃহামিদুল হক, সাবেক কমিশনার ও অধ্যক্ষ (অব.) মো.আব্দুল মজিদ, সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) প্রফেসর মোঃশরিফুল ইসলাম খান, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, জেলা রোভারের যুগ্ম সম্পাদক,মো:মামুনুর রশিদ, আর.এস.এল প্রভাষক আবু রেজা সহ সিনিয়র রোভার মেট, গার্ল ইন রোভারবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ জানান, জেলা রোভারের কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন তিনি। নওগাঁকে পর্যটন জেলা হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।