জুন ৭, ২০২৩ ২:১২ সকাল



নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু : গ্রেফতার-২

নওগাঁয় গৃহবধূর রহস্যজনক
মৃত্যু : গ্রেফতার-২
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার রশিদ পাড়ায় শয়ন কক্ষ থেকে লুতফুল নামে এক গৃহবধূর রক্তাক্ত
মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়
পুলিশ।
নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, লুতফুনের স্বামী নফির উদ্দিন
কিছুদিন পূর্বে দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। পুলিশের
ধারণা এরই জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে তার স্বামী। ঘটনার পর মৃতদেহ
উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নফির উদ্দিন ও তার দ্বিতীয়
স্ত্রী হিমলতাকে আটক করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।



Comments are closed.

      আরও নিউজ