মার্চ ২৫, ২০২৩ ১০:১৫ বিকাল



নওগাঁর সাপাহারে পরিত্যাক্ত কূপে পড়ে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু!

 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পরিত্যাক্ত
কূপে পড়ে বুলবুলি (৪০) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু
হয়েছে। মৃত বুলবুলি উপজেলার উমইল গ্রামের আবুল
কাশেমের স্ত্রী বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৭ টার সময় । গৃহবধুর মৃত্যুতে
এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ তথ্য নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই
জানান, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উমইল গ্রামে গৃহবধুর বাড়ির
পাশে ২০ থেকে ২৫ বছরের পরিত্যাক্ত কূপের ঢাকনা দিয়ে
অসাবধানতাবশত ওই গৃহবধু কূপের ভিতরে পড়ে যান।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গৃহবধুকে কূপ থেকে উঠে সাপাহার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার প্রস্তুতি নেয়।
খবর পেয়ে তাৎক্ষনিক সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল
হাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানার পিকাপে স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকগণ ওই
গৃহবধুকে মৃত্যু বলে ঘোষনা করেন। রাতেই গৃহবধুর সুরতাহাল
রিপোর্ট তৈরী করে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা
হয়।
এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।



Comments are closed.

      আরও নিউজ