ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ সংবাদদাতা:
নওগাঁ জেলার সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন উপলক্ষে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফেষ্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়ানো, নিরাবতা পালন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের স্থানীয় সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন (এমপি)।
১৭ নভেম্বর রবিবার দুপুর ২ টায় শৈলগাছী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, আব্দুল গফুর সরদারের সভাপতিত্বে, অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষন সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহীন রেজা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সহ-সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক জালাল হোসেন, সাবেক সাধারন সম্পাদক মেহেদী হাসান নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি আব্দুল গফুর সরদারকে সভাপতি ও রেজাউল নবীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।