সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পার্টি অফিসে এ বর্ধিত অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক প্রদীব কুমার সরকার। আরও বক্তব্য রাখেন, নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি আনোয়ার হোসেন হেলাল, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদারসহ অনেকেই।

এছাড়া বিশেষ বর্ধিত সভায় উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত