শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নওগাঁর রাণীনগরে ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

শ্রী মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য রাতের আঁধারে পথে ও বাজারে ঘুরে ঘুরে ছিন্নমুল দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম।

শুক্রবার রাত ৮টার দিকে রাণীনগর বাজার ও স্টেশন এলাকায় শতাধিক ছিন্নমূল, অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল বিতরণ করেন তিনি।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম জানান, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল প্রকৃত ছিন্নমূল ও দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করছি। সরকারি নির্দেশনা অনুযায়ী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত