ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর মান্দায় দিনে-দুপুরে এক মেডিক্যাল
রিপ্রেজেন্টিভ কে মারপিট করে তার ব্যবহৃত
মোটরসাইকেলটি ছিনতাই করে চম্পট দিয়েছে কতিপয়
দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে। ঘটনাটি এলাকায়
ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, উপজেলার পরানপুর
ইউপির বান্দাইপুর গ্রামের বাসিন্দা ও মেডিক্যাল রিপ্রেজেন্টটিভ
আবদুল মতিন সকালে তার বাড়ি থেকে ডিসকভার ১০০ সিসি
মোটরসাইকেল নিয়ে তার গন্তব্য স্থল নওগাঁর নিয়ামত পুর
উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে গোপাল পুর বাজার এলাকায়
পৌঁছলে কতিপয় দুর্বৃত্ত্বরা তার পথে আটকিয়ে মোটরসাইকেল
থেকে নামিয়ে কিছু বুঝে ওঠার আগেই বেদম মারপিট করে
মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তাকে উদ্ধার
করে স্থানীয় মান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।৷