ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর মহাদেবপুর উপজেলার রজয়পুর গ্রামের একটি জুয়ার আস্থানায় অভিযান চালিয়ে ১৩ জন জুয়ারী কে আটক করেছেন নওহাটামোড় ফাড়ি পুলিশ।
নওহাটামোড় ফাড়ির অফির্সার ইনর্চাজ এস,আই ফরিদ উদ্দীন জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রজয়পুর গ্রামে ২৮ অক্টোবর সোমবার ভোর ৪ টায় জুয়ার আস্থানায় অভিযান পরিচালনা করে ১৩ জন জুয়ারী কে আটক করেছি। আটককৃত জুয়াড়ীরা হচ্ছেন, শ্রী বিপল কুমার মন্ডল ,শ্রী পুলক চন্দ্র মন্ডল, শ্রী প্রভাষ চন্দ্র হাজরা, শ্রী নিরঞ্জন সরকার, শ্রী কাজল চন্দ্র সরকার, শ্রী শংকর চন্দ্র হাজরা, শ্রী দুলাল চন্দ্র প্রাং, শ্রী স্বপন চন্দ্র হাজরা, শ্রী ভ’পিন চন্দ্র, শ্রী অসিম চন্দ্র, এদের সর্ব সাং রজয়পুর গ্রাম মোসাদ্দেকুর রহমান, মোঃ আমিনুল ইসলাম উভয় সাং পাতনা গ্রাম ও ঝাড়িড়া গ্রামের শ্রী নিরেশ চন্দ্র প্রাং। তিনি আরো জানান, জুয়ার আস্থানায় অভিযান চালিয়ে জুয়ার উপকরন ও নগদ টাকা সহ তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত জুয়ারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।