রিফাত হোসেন, নওগাঁ জেলা রোভার প্রতিনিধিঃ
নওগাঁ জেলার গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ ও সাপাহার আলহেলাল ইসলামিক একাডেমি স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার সহচর পর্যায়ের সিলেবাস ও ভিজেল সম্পূর্ন করে বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা রোভারের সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর জনাব মোঃশরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা রোভার লিডারদের তথা রোভারদের প্রানশক্তি এবং চালিকা শক্তি উত্তরবঙ্গের সৃজনশীল ও গতিশীল নওগাঁ জেলা রোভারের সুযোগ্য সম্পাদক স্যার জনাব মোঃ নাসিম আলম,উডব্যাজার,সহকারি অধ্যাপক,রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,নওগাঁ সরকারি কলেজ, আরও উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক জনাব মোঃ মামুনূর রশিদ,বলিহার ডিগ্রি কলেজ, সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতি অধ্যক্ষ, জনাব মোঃ মাহবুবুল আলম আলহেলাল ইসলামি একাডেমী এন্ড কলেজ, সাপাহার এবং উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ শাহ্ মন্জুর মোরশেদ চৌধুরী এবং আরও উপস্থিতছিলেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ সহ জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল ইন রোভার লিডার জনাব মোসাঃ শাহিন আকতার।
সহচর পর্যায়ের মোট ৪০ জন সদস্যের স্বতঃস্ফুত অংশগ্রহনের মধ্য দিয়ে শেষ হয় দীক্ষা অনুষ্ঠান। সঞ্চালনায় ছিলেন গ্রুপ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ চৌধুরী স্যার ও জনাব মোঃ জুয়েল রানা স্যার সর্বিক সহযোগিতায় ছিলেন রোভার মোঃ মাহফুজ আহমেদ।