রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি
রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

নওগাঁয় বোনকে নিবন্ধন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ভাই

নওগাঁ প্রতিনিধি:খুলনার একটি এনজিও তে ম্যানেজার পোস্টে চাকরি করতেন নওগাঁ নিয়ামতপুর উপজেলার জিনপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মান্নান মন্ডল। রোজার ছুটিতে গতকাল বিকেলে মান্নান এসেছিলেন নিজ গ্রামের বাসায়। আজ ১৫ মার্চ নওগাঁয় সরকারি শিক্ষক নিবন্ধন পরিক্ষা ছিলো মান্নান মন্ডল এর বোন ইতি রাণীর।

সকাল ৮ টার দিকে মোটরসাইকেল নিয়ে ভাই মান্নান মন্ডল বোন ইতিকে নওগাঁয় কেন্দ্রে পৌঁছে দেওয়া উদ্দেশ্যে রওনা হওয়ার পথে মহাদেবপুর উপজেলা
বাগডোব ডিমজাওন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামী মিনি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে ভাই মান্নান মন্ডল মৃত্যু বরণ করেন। বোন ইতি রাণী সামান্য আহত হন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পর্কিত