রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নওগাঁয় জলবায়ু পরিবর্তন সম্পর্কিত দ্বন্দ প্রতিরোধে দ্বন্দ রূপান্তর পদ্ধতির প্রয়োগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিশ্বনাথ সরকার(স্টাফ রিপোর্টার):

” আমি চাই না, প্রকৃতি নষ্ট হোক”
-জনাব এডভোকেট মোঃ ওমর ফারুক সুমন,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য, ৫১ নওগাঁ-৬,(আত্রাই ও রাণীনগর)।

ডাসকো ফাউন্ডেশন-পরিবেশ প্রকল্পের আয়োজনে নওগাঁ সান্তাহার মহাসড়কের পাশে মল্লিকা ইন সেমিনার কক্ষে আজ ১১ জুন, ২০২৪ ইং তারিখে বিএমজেড ও নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায়,“জলবায়ু পরিবর্তন সম্পর্কিত দ্বন্দ প্রতিরোধে দ্বন্দ রূপান্তর পদ্ধতির প্রয়োগ বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনার এ সভাপতিত্বব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল করিম-শিক্ষা ও আইসিটি, নওগাঁ। প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোঃ ওমর ফারুক সুমন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য, ৫১ নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর) । সেমিনারটি সঞ্চালনা করেন ডাসকো ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আকরামুল হক এবং গবেষনা পত্র উপস্থাপন করেন নেট্জ বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার জনাব শেখ জাকির হোসেন এবং পলিসি পেপার উপস্থাপন করেন ”পরিবেশ প্রকল্পের” প্রোজেক্ট ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আকরামুল হক। সরকারি পর্যায়ের জন্য,বেসরকারি পর্যায়ের জন্য নাগরিক সমাজ সংগঠনের জন্য পলিসি উপস্থাপনায় বিভিন্ন সুপারিশসমূহ তুলে ধরেন ।
উক্ত সেমিনারে নেট্জ বাংলাদেশ এর সহযোগী সংস্থা “ পল্লীশ্রী-দিনাজপুর, মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থা- কুড়িগ্রাম, বারসিক-সাতক্ষীরা এবং ডাসকো ফাউন্ডেশন-রাজশাহী” এর প্রধান এবং প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সেমিনারে নদী খননের সময় মানুষ ও প্রকৃতির ক্ষতি না করা, জলাবদ্ধতা স্থানে পুকুর খনন করিয়ে মাছের অভায়ারণ্য নষ্ট না করা, পলিথিন এর ব্যবহার কমানোর জন্য নওগাঁ জেলার সরকারি দপ্তর যেমন: পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, জেলা শিক্ষা অফিস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ এর প্রধানগণ জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে ক্ষতি হচ্ছে তার সুচিন্তিত মতামত দেন। রানীনগর ও আত্রাই উপজেলা থেকে কৃষি অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান এবং ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্পের কর্মএলাকার চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সেমিনারে পরিবেশ প্রকল্প ও টেকসই প্রকল্পের প্রত্যক্ষ অংশগ্রহনকারী (উপকারভোগী) রাণীনগর-আত্রাই, নওগাঁ এবং গোমস্তাপুর ও নাচোল-চাঁপাইনবাবগঞ্জ থেকে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা প্রধানত জলবায়ু পরিবর্তনে যে সামাজিক দ্বন্দ সমূহ রূপান্তর এর কৌশল নিয়ে আলোচনা করেন এবং নীতিকৌশল প্রণেতাদের নিকট দাবি-দাওয়া সম্পর্কিত একটি পলিসি পেপার তুলে ধরেন।

সম্পর্কিত