রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি
রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

নওগাঁয় এক বিধবা নারীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁয় এক বিধবা নারীকে ধর্ষণের মামলায় আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক। গতকাল ১৫ জানুয়ারি, সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেছেন।

আদালত সূত্রে জানা গেছে , গত ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১১টায় জেলার সাপাহার উপজেলার হুজরাপুর গ্রামের ৩০ বছরের এক বিধবা নারীকে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে তাসিকুল (৩৫) শয়নঘরে প্রবেশ করে ধর্ষণ করেন।
ধর্ষণের শিকার নারী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত শেষে ঘটনার সত্যতা রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।
আদালত ২০২৩ সালের ২৯ নভেম্বর অভিযোগ আমলে নিয়ে তাসিকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পলাতক থাকার পর গতকাল সোমবার তাসিকুল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি জামিনের দরখাস্ত নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সম্পর্কিত