মার্চ ২৫, ২০২৩ ১০:৪৭ বিকাল



ধামইরহাট কলেজ ছাত্রলীগের উদ্যোগে নবগত ছাত্র-ছাত্রীদের জন্য হেল্প সেন্টার অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ ধামইরহাট সরকারি এম, এম ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ প্রজন্মের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ ছাত্রসমাজের মেরুদণ্ড ছাত্র ছাত্রীদের ভর্তিরত শিক্ষার্থী নবাগত ভাই-বোনদের ভর্তি পরীক্ষা সম্পন্ন কার্যক্রমে হেল্প সেন্টার অনুষ্ঠিত হয়।ধামইরহাট কলেজ ছাত্রলীগের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার দিনব্যাপী হেল্প সেন্টার অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ছাত্রসমাজের পাশে থাকার জন্য এই উদ্যোগ গ্রহণ করেন ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ,ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ শাখা সভাপতি সৌরভ বাবু, সহ-সভাপতি আবু জাহেদ রাশেদ, সহ-সভাপতি রাজু ইসলাম, সাধারণ সম্পাদক সুমন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক এ কে নোমানসহ কমিটির সকল নেতাকর্মীও উক্ত কলেজের সর্বস্তরের ছাত্র-ছাত্রীসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু বলেন, শিক্ষা শান্তি প্রগতি ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছাত্র সমাজের সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও জাতির মঙ্গল স্বার্থে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, সারা বাংলাদেশের ন্যায় সকল নবাগত শিক্ষক শিক্ষার্থী ছোট ভাইবোনদের শুভেচ্ছা জানিয়ে ভর্তি সংক্রান্ত কার্যক্রম সাহায্য সহযোগিতার জন্য ধামইরহাট এম,এম কলেজ শাখা হেল্প সেন্টা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে সাধারণ সম্পাদক সুমন বাবু বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে নবাগত ছাত্র-ছাত্রীদের ভর্তি সংক্রান্ত কার্যক্রমে ধামইয়ের হাট এম এম কলেজ শাখা ছাত্রলীগ সর্বসময় ছোট ভাইবোনদের তথাপি এই কলেজের সকল ছাত্র-ছাত্রীদের সাহায্য সহযোগিতায় সর্বক্ষণ পাশে থাকবে ইনশাআল্লাহ।



Comments are closed.

      আরও নিউজ