বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধান মাড়াই মেশিনে কাপড় পেছিয়ে একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা:চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর
ইউনিয়নের উজির ভিটা এলাকার আলী আহমদ মাষ্টার পাড়ায় ধান মাড়াই করার মেশিনের ধাক্কায় দিলু আরা বেগম (৬৫) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫) ডিসেম্বর সকাল ৮টার
দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিলু আরা বেগম সদর ইউনিয়ন ৮নং ওর্য়াড় উজির ভিটা এলাকার মরহুম খাইর আহমেদের স্ত্রী। তিনি ৫ ছেলে ১ মেয়েসহ ৬ সন্তানের জননী।

লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ (ইউপি)
সদস্য আবদুস ছবুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সকালে ধান মাড়াই করার জন্য নিজ বাড়িতে ব্যস্ত ছিলেন হঠাৎ অনাকাঙ্ক্ষিত ভাবে ধানের মেশিনের সাথে ধাক্কা লাগে গুরুতর আহত হয় গৃহবধূ দিলু আরা।

এ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগাড়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই সকাল ৯ টার সময় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অসাবধানবশত
ধান মাড়াইয়ের চালু মেশিনের খুব কাছে যাওয়াতে কাপড় পেছিয়ে গুরুতর আহত হয়।

সম্পর্কিত