মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে কুড়িগ্রামের চিলমারীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল থেকে দিনব্যাপী থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ৮২৪ জন ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.সাইদুল আরিফ।
এসময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজ,জেলা নির্বাচন অফিসার মো.জিলহাজ উদ্দিন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম,সহকারী কমিশনার(ভূমি) মো.গোলাম রব্বানী সরদার,চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক প্রমুখ।
প্রশিক্ষক হিসাবে ছিলেন, চিলমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রুহুল আমিন চাকলাদার,উপজেলা কৃষি অফিসার প্রণয় বিষাণ দাস,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন অফিসার মো.আবতাবুজ্জামান,ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান,নাগেশ্বরী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন,ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মো.আ.হালিম,উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান,অতিরিক্ত কৃষি অফিসার মো.নুর আলম,কুড়িগ্রাম সদরের আরডিও মো.শাহিন মিয়া প্রমুখ।
কুড়িগ্রাম-৪(চিলমারী,রৌমারী ও রাজিবপুর)নির্বাচনী এলাকার চিলমারী উপজেলায় মোট ৪২টি ভোট কেন্দ্রে ২৫৫টি ভোট কক্ষের জন্য প্রিজাইডিং অফিসার ৪৪জন,সহকারী প্রিজাইডিং অফিসার ২৬০জন ও পুলিং অফিসার ৫২০জন মিলে মোট ৮২৪জন ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।