স্টাফ রিপোর্টার মোঃ মাহিদুল হাসান (মাহি)
দেশে নতুন করে আরো ৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার কথা জানিয়েছে আইইডিসিআর। দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানান। নতুন ছয়জন সহ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৩৫ জনে। দেশে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন।
আজ০৬-০৪-২০২০ইং তারিখ রোজ সোমবার দুপুর ০২:০০ঘটিকায় নিয়মিত ব্রিফিংয়ে নতুন আরো ৬ জন আক্রান্তের কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এর আগে সোমবার দুপুরে অনলাইন ব্রিফিং করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
এছাড়া নতুন করে আরো ২৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি।