জুন ৭, ২০২৩ ২:৫২ সকাল



দেশের প্রথম শতভাগ অনলাইন রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করায়, কুড়িগ্রামকে স্কাউটস্ জেলা ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি..

সারাদেশের মধ্যে কুড়িগ্রাম জেলা অনলাইনে প্রথম শতভাগ স্কাউটস্ মেম্বারশীপ ও ইউনিট রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করায়, কুড়িগ্রামকে স্কাউটস জেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করেন বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো: আবুল কালাম আজাদ ( চেয়ারম্যান পাওয়ার গ্রীড কোম্পানি লিঃ)।

৮ ডিসেম্বর (বুধবার) বিকেল ৫ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের উদগীরণ মঞ্চে এ ঘোষণা প্রদান করা হয়। কুড়িগ্রাম জেলার সকল উপজেলা থেকে স্কাউটস গণ উপস্থিত ছিলেন এ মহাসমাবেশে।

এসময় জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মো: আবুল কালাম আজাদ, সভাপতি বাংলাদেশ স্কাউটস্, জনাব মাহফুজুর রহমান, সাবেক সিনিয়র সচিব ও জাতীয় কমিশনার (বাংলাদেশ স্কাউটস), জনাব কে.এম. তারিকুল ইসলাম (বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ), জনাব আখতারুজ জামান খান কবির (সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), জনাব খান মােঃ নুরুল আমিন, জনাব মােঃ আখতারুজ্জামান, কমিশনার , বাংলাদেশ স্কাউটস , দিনাজপুর অঞ্চল।

এছাড়াও উপস্থিত ছিলেন, এল টি সামিউল হক নান্টু, জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন আহমেদ, জেলা রোভার সম্পাদক আবু জাফর মোঃ শরীফ প্রমুখ।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে এবং ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে কুড়িগ্রামকে স্কাউটস জেলা ঘোষণা করেন।

প্রধান অতিথি জানান, বাংলাদেশ স্কাউটসের নীতিমালার শর্তমোতাবেক কোনো জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাব/স্কাউটস/রোভার স্কাউটস দলের স্কাউটস কার্যক্রম চালু থাকলে সেই জেলাকে স্কাউটস জেলা হিসেবে নির্বাচন করা যায়। কুড়িগ্রাম জেলা এ নীতিমালার সকল শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে।



Comments are closed.

      আরও নিউজ