রওশন জালালী, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে দেবীগঞ্জ সুপারলীগের ১ম আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম, জেলা পরিষদ সদস্য আক্তার হোসেন নিউটন, ৩ নং সদর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এমু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ পিয়ারী বেগম, দেবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আলতাফ হোসেন সরকার ও নর্থ বেঙ্গল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মোঃ মখদুম মাসুম মাশরাফি যুক্তি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার শরিফুল ইসলাম ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। শুভ উদ্বোধন ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।