রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দেড় মাস ধরে নিখোঁজ মোরেলগঞ্জের সাজ্জাদ

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

মায়ের সাথে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে দেড় মাস ধরে নিখোঁজ রয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জের কিশোর মো. সাজ্জাদ(১৪)। সাজ্জাদ উপজেলার কাছিকাটা গ্রামের আবু তালেব শেখের একমাত্র ছেলে।
সাজ্জাদের বাবা জানায়, ঘটনার দিন গত ২৯ নভেম্বর সকাল ৯টার দিকে ছেলে সাজ্জাদ তার মায়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে হয়ে ওই দিন বাড়ি ফেরেনি। এরপর তার সকল আত্মীয় -স্বজনদের বাড়িসহ মোরেলগঞ্জের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি। বিষয়টি মোরেলগঞ্জ থানায় লিখিতভাবে অবহিত করেছেন নিখোঁজ সাজ্জাদের বাবা আবু তালেব শেখ। এদিকে গত দেড় মাসেও সাজ্জাদ ফিরে না আসায় তার বাবা-মা এখন পাগল প্রায়। কেউ সাজ্জাদের সন্ধান পেলে তার বাবার মোবাইল নাম্বারে (01718-341589) যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।

সম্পর্কিত