বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

দুস্থদের মাঝে রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত রংপুরের শিক্ষার্থীদের সংগঠন রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে রংপুর শহরের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সম্প্রতি রংপুর শহরের বিভিন্ন স্থানের ৫০টি অসহায় পরিবারে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল,সয়াবিন তেল,ডাল,সেমাই, চিনি, গুড়া দুধের প্যাকেট,আলু ও পেয়াজ৷ এ সময় সংগঠনের বর্তমান সভাপতি হাকিমুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ সাবেক ও বর্তমান প্রায় ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন৷

সংগঠনের সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সোহাগ আহমেদ বলেন, আমরা সবসময় সমাজের উন্নয়নমূলক কাজের সঙ্গে আছি। এবারের ঈদে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভালো লাগছে।

সংগঠনের বর্তমান সভাপতি হাকিমুল ইসলাম বলেন, শুধু ঈদ উপহার বিতরণ নয়, রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি এর আগে শীতবস্ত্র বিতরণ,অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের মত সেবামূলক কাজ করেছে৷ সামনে আমাদের এমন উদ্যােগ আরও আছে।l

সম্পর্কিত