মার্চ ৩১, ২০২৩ ১২:২৩ বিকাল



দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

 

শাহিনুল ইসলাম লিটন:
২৫ জানুয়ারি শনিবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক, অভিভাবক সমাবেশ ও অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায়ী সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি খোরশেদ আলম চাঁদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ ২৭, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, বাংলাদেশ আওয়ামীলীগ দূর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খাইরুল ইসলাম বাবলু,দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি রায় এ ছাড়াও বক্তব্য রাখেন দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সদস্য হযরত আলী, দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক আলী আহম্মেদ, এলামনাই এসোসিয়েশনের সভাপতি খাইরুল হক রাজু প্রমুখ।
নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, সহকারি শিক্ষক মনীন্দ্র চন্দ্র দে, হেমেন্দ্র নাথ রায়, নুর মোহাম্মদ আলী, ক্ষিতীশ চন্দ্র বর্ম্মন এর বিদায়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মেঘের ঘনঘটা লক্ষণীয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটি তাদের দায়িত্ব পালনে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং বিদ্যালয়ের সুনাম ধরে রেখে আরও উন্নতির প্রতিশ্রুতি দেন।



Comments are closed.

      আরও নিউজ