মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

দৌলতদিয়া ঘাটে চাপ নেই, দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

স্টাফ রিপোর্টার (রাজবাড়ী): একসময়ের দক্ষিণবঙ্গের জনপ্রিয় প্রবেশদ্বার

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঈদ ও পহেলা বৈশাখের টানা ছয়দিনের ছুটি শেষ করে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ।

সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়ার লঞ্চ ও ফেরিঘাটে তেমন কোনো যাত্রী ও যানবাহন পারাপারের চাপ লক্ষ্য করা যায়নি।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের খানিকটা পর হতে কিছুটা চাপ বাড়তে থাকে যাত্রী ও যানবাহন পারাপারের।

ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষ করে ছোটখাটো দুই একটা ঝামেলা ছাড়া, নিরাপদে ও স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছেন তারা বলে যাত্রী ও চালকরা জানিয়েছেন। বিআইডব্লিউটিসি’র আরিচা জোনের ডিজিএম খালেদ নেওয়াজ বলেন, কর্মস্থলে ফেরা মানুষ ও যানবাহন পারাপারে যে কোনো ধরনের চাপ সামলাতে দুই পাড়ে আটটি ফেরিঘাট ও ট্রাফিকে ছোট-বড় মোট ১৬টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে।

সম্পর্কিত