স্টাফ রিপোর্টার (রাজবাড়ী): একসময়ের দক্ষিণবঙ্গের জনপ্রিয় প্রবেশদ্বার
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঈদ ও পহেলা বৈশাখের টানা ছয়দিনের ছুটি শেষ করে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ।
সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়ার লঞ্চ ও ফেরিঘাটে তেমন কোনো যাত্রী ও যানবাহন পারাপারের চাপ লক্ষ্য করা যায়নি।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের খানিকটা পর হতে কিছুটা চাপ বাড়তে থাকে যাত্রী ও যানবাহন পারাপারের।
ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষ করে ছোটখাটো দুই একটা ঝামেলা ছাড়া, নিরাপদে ও স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছেন তারা বলে যাত্রী ও চালকরা জানিয়েছেন। বিআইডব্লিউটিসি’র আরিচা জোনের ডিজিএম খালেদ নেওয়াজ বলেন, কর্মস্থলে ফেরা মানুষ ও যানবাহন পারাপারে যে কোনো ধরনের চাপ সামলাতে দুই পাড়ে আটটি ফেরিঘাট ও ট্রাফিকে ছোট-বড় মোট ১৬টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে।