ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলী উদযাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র প্রতিপক্ষ ১২২ ও ১৩৭ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের পক্ষ হতে পত্নীতলা ব্যাটালিয়ন.(১৪ বিজিবি)’র অধিনায়ক বরাবর এবং সোনাডাংগা, রাধানগর, হাটসাউল, শিমুলতলী, বস্তাবর ও খঞ্জনপুর বিওপিতে শুভেচ্ছা বিনিময় হিসেবে ২৭ অক্টোবর মিষ্টি প্রদান করেছেন।