মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দিনাজপুরের বীরগঞ্জে জাইকা বাংলা সেপ প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু

মোঃ মোজাম্মেল হক,বীরগঞ্জ প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জ উপজেলা,উৎপাদন এবং বিক্রয় নয় বিক্রয়ের জন্য উৎপাদন ”

স্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ কৃষি সমসম্প্রসারণ অধিদপ্তর, এ আর মালিক সিডস প্রাঃ লিঃ এবং ব্যাংলাদেশ ব্যাংক এর যৌথ ভাবে বাস্তবায়িত JICA Bangla SHEP প্রকল্পের এ আর মালিক সিডস পরিচালিত ভাবকি গ্লোরী সেপ কৃষক দলে JICA Bangla SHEP প্রকল্পের চীপ অ্যাডভাইজার সহ প্রতিনিধি দলের উপস্থিতিতে কৃষক দলের সদস্য যাচাই ও চূড়ান্ত নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মাঠ পর্যায়ে JICA Bangla SHEP কার্যক্রম শুরু হল।

সম্পর্কিত