মোঃ মোজাম্মেল হক,বীরগঞ্জ প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জ উপজেলা,উৎপাদন এবং বিক্রয় নয় বিক্রয়ের জন্য উৎপাদন ”
স্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ কৃষি সমসম্প্রসারণ অধিদপ্তর, এ আর মালিক সিডস প্রাঃ লিঃ এবং ব্যাংলাদেশ ব্যাংক এর যৌথ ভাবে বাস্তবায়িত JICA Bangla SHEP প্রকল্পের এ আর মালিক সিডস পরিচালিত ভাবকি গ্লোরী সেপ কৃষক দলে JICA Bangla SHEP প্রকল্পের চীপ অ্যাডভাইজার সহ প্রতিনিধি দলের উপস্থিতিতে কৃষক দলের সদস্য যাচাই ও চূড়ান্ত নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মাঠ পর্যায়ে JICA Bangla SHEP কার্যক্রম শুরু হল।