মার্চ ২৪, ২০২৩ ৫:৫৭ বিকাল



দাউদকান্দির সাবেক সাংসদ রশিদ ইন্জিনিয়ারের আজ ১২তম মৃত্যু বার্ষিকী

এস,এম,এ মোমেন, বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা জেলার কৃতিসন্তান,দাউদকান্দির মাটি ও মানুষের নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৪ বারের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার ২০০৬ সালের এই দিনে (২০ জানুয়ারী) দাউদকান্দিবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। আজ ১২তম মৃত্যুবার্ষিকী। নিরহংকার এবং পরোপকারী রাজনীতিবীদ এই মানুষটিকে বৃহত্তর দাউদকান্দিবাসী আজও শ্রদ্ধাভরে স্বরণ করে। চাকুরীরত অবস্থায় রাজনীতিতে প্রবেশ করলেও ১৯৭০ সালে মাঠের রাজনীতিতে পদার্পণ করেন। পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন । ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে সাড়া দিয়ে তিনি মুক্তি যুদ্ধে অংশ নেন এবং ভারতে গিয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। দেশ স্বাধীনের পরপর ১৯৭৩ সালে দেশের প্রথম সংসদ নির্বাচনে মশাল প্রতীক নিয়ে নির্বাচন করে খন্দকার মোশতাক(নেীকা) কে বিপুল ভোটে হারালেও ষড়যন্ত্রমূলকভাবে রশিদ ইঞ্জিনিয়ারকে হারিয়ে দেয়া হয়। ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হলেও ১৯৮০ সালেই তিনি সংসদ থেকে পদত্যাগ করেন। ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯৮৭ সালের ১০ আগষ্ট তিনি রাষ্ট্রপতি এরশাদ মন্ত্রীসভার শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাঁর রাজনৈতিক জীবনে দাউদকান্দির রাস্তাঘাটসহ ব্যাপক অবকাঠামোর উন্নয়নকাজ করেন।মৃত্যুর পুর্ব পর্যন্ত জনগণের আপনজন ছিলেন, ছিলেন জনপ্রিয়তার শীর্ষে।



Comments are closed.

      আরও নিউজ