শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে নির্যাতিত নারীর পাশে দাঁড়ালেন ওসি মোজাম্মেল

সানি খান ফয়েজ:

উপজেলার সুন্দলপুর ইউনিয়ন পরিষদের এক নারীকে স্বামী পাশবিক নির্যাতনের ঘটনা ঘটছে।
এতে গুরুতর আহত হয়ে যন্ত্রনায় কাতরাচ্ছে ভুক্তভোগী। গণমাধ্যম কর্মীদের বরাতে এমন ঘটনা জানার পরপরই দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক পিপিএম নির্যাতিত নারীর পাশে দাঁড়িয়ে আইনী সহায়তা দিতে নির্দেশ দেন মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজয় মজুমদারকে।

পরে তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান সেকেন্ড অফিসার (এসআই) সুজয় মজুমদার। সেখানে গিয়ে ঘটনার আদ্যপান্ত শুনে নির্যাতিত নারীকে চিকিৎসা, আইনী সহায়তা দেন তিনি।

ঘটনার জেরে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। গ্রেফতার করা হয়েছে নির্যাতনকারী স্বামীকেও।

এমন ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশীরা ধন্যবাদ জানিয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হককে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত