আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
জমিসহ পাকা ঘর পেয়ে আনন্দে আপ্লুত সাহেরন বেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালমনিরহাট সফরের দাওয়াত দিতে গিয়ে বলেন, ‘হামার এত্তি আইসেন মা, তোমরার দাওয়াত থাকিল। হামরা তোমাকে বুকে তুলে নিমো মা, আইসনের হামার এত্তি’।
মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ১৮ হাজার ৫৬৬ ভূমি ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিষামুড়ি আশ্রয়ণের সুফলভোগীদের কথা শুনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুফলভোগী সাহেরন বেওয়া প্রধানমন্ত্রীকে বলেন, অন্যের জমিতে বসবাস করেই জীবন কেটেছে। এখন জমিসহ পাকা বাড়ি পেয়েছি। বাড়ির উঠানে শাক-সবজি ফলমূলের গাছ লাগিয়েছি। হাঁস-মুরগি পালন করছি। অনেক সুখে আছি এখন।
ঘর পেয়ে আবেগের আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীকে তার বাড়িতে দাওয়াত করেন সহিরন বেওয়া। এ সময় সহিরন বেওয়া ওষুধ খাওয়ার জন্য সহায়তা প্রার্থনা করলে তাৎক্ষণিক প্রধানমন্ত্রী সংশ্লিষ্টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওষুধের ব্যবস্থা করার নির্দেশনাও প্রদান করেন।
এসময় অপর এক সুফল ভোগী ঝালমুড়ি বিক্রেতা বাবু মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নিয়ে নিজের লেখা একটি গান পরিবেশন করেন। তখন প্রধানমন্ত্রী গান শুনে করতালি দিয়ে তাকে উৎসাহ প্রধান করেন।
জেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ণের ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা প্রধানমন্ত্রীকে রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী ভাওয়াই গান ও একটি নিত্য পরিবেশন করেন। প্রধানমন্ত্রী তা মনোযোগ সহকারে উপভোগ করেন।
লালমনিরহাটের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এক সময় লালমনিরহাট অবহেলিত ছিল। আমরা ক্ষমতায় এসে তিস্তা ও ধরলায় একাধিক সেতু নির্মাণ করেছি। মহাকাশ গবেষণার জন্য অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় করেছি এ জেলায়। জেলার উন্নয়নে ব্যাপক কর্মসূচির কাজ চলমান রয়েছে।
ছিটমহল বিনিময় প্রসঙ্গে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ছিটমহল বিনিময়ের চুক্তি করেছেন। তৎপরবর্তী এরশাদ ও খালেদা জিয়া তা করতে পারেনি। অথচ আমরা ক্ষমতায় এসে দীর্ঘ আলোচনা শেষ ছিটমহল বিনিময় সম্পন্ন করেছি। এক সময় এসব ছিটমহলের বাসিন্দাদের কোনো পরিচয় ছিল না। আমরা সে ব্যবস্থাও করেছি।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- লালমনিরহাট-৩ সদর আসনের সংসদ সদস্য লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ।