আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে সালেহ উদ্দিন আহমেদ হেলালের মালিকানাধীন মার্কেটে আগুন লেগে অন্তত ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে তুষভান্ডার বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তুষভান্ডার বাজারে একটি মার্কেট নির্মাণ করে ভাড়া দেন সালেহ উদ্দিন আহমেদ হেলাল। ওই মার্কেটের একটি ওষুধের দোকানে দুপুরে হঠাৎ আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে মার্কেটের ২৫টি দোকানে পুড়ে ছাই হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমনিরহাট-২ আসনের এমপি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।
কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফেরদৌস আহমেদ বলেন, এমপি স্যারের নির্দেশে ক্ষতির তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা দেওয়া হবে।