মায়া রাজবংশী
তুই কি আমার সুখ হবি।?।
চাদনী রাতে এক চিলতে জোৎস্না বেলায়,
এই আমি এক আউলা ঝাউলা ছন্নছাড়া,
হঠাৎ দেখ পথের পাশে আছি দাঁড়া
হুট তোলা ঐ রিকশা টাকে দাঁড় করিয়ে,
পাশের সিটে বসাবে আমায় হাত বাড়িয়ে।?।
তুই কি আমায় স্বপ্ন হবি।?। আকাশ ছোয়া,
নেই যেখানে কোন লোভ-পাপ,মহামায়া।
গগন জুড়ে আলোর ভেলায় সঙ্গি হয়ে,
যাই যদি ঐ আকাশ টারি সীমানা ছেড়ে
তুই কি আমার সাথে যাবি।?।
তুই কি আমার সকাল হবি।?।
চুড়ুই ডাকা খুব সকালে ঘুম ভাঙ্গাবি?
আলতো করে আদর দিয়ে ঠোঁটের ডগায়,
গরম কফির ছিটে একটু নখের ছোয়ায়।
তুই কি আমার ঘুম ভাঙ্গাবি।?।
তুই কি আমার ক্লান্ত দুপুরের সঙ্গি হবি?
হলুদ হিমুর রুপা হয়ে, নীল খামেতে চিঠি দিবি?
শিশির ভেজা শিউলী তলায় ডেকে নিবি?
হাত ধরে তুই ভালবাসার বোল উড়াবি।
তুই কি আমার শরৎ বিকেল কাশফুল হবি।?।
আকাশ জুড়ে সাদা মেঘের রঙ দেখাবি।
দুধকুমারে উড়ে যাওয়া গাঙচিল হবি।
তুই কি আমায় ভালবাসবি আপন করে
দাঁড়াই যদি দু’হাত পেতে তোমার দ্বারে,
অভিমান ভুলে গিয়ে নিজের মনে
আসবি কি আমার সাথে হাতটি ধরে।?।