রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

তিস্তার পাড়ে লায়ন্স ক্লাবের কম্বল বিতরণ


আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃলালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা তে তিস্তা নদী ভাঙ্গণকবলিত এলাকায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে ঢাকা এম্বাসেডর লায়ন্স ফ্যামিলি ক্লাব।

আজ বৃহস্পতিবার (১ লা ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় ঈদগাহ মাঠে শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

উত্তরে টানা শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। ছিন্নমূল মানুষেরা কাজের অভাবে দুর্ভোগে পড়েছেন। টানা কয়েকদিন দেখা মিলেনি সূর্যের। তিস্তা নদী বিধৌত এলাকাগুলোতে ঠান্ডার প্রকোপ আরও বেশি দেখা যায়। ফলে নদী তীরবর্তী এসব এলাকার সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। এসব অসহায় মানুষের মাঝে মানসম্মত কম্বল বিতরণ করেছে ঢাকা এম্বাসেডর লায়ন্স ফ্যামিলি ক্লাব যা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ এর অন্তর্গত। অসহায় খেটে খাওয়া পাঁচ শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে খেটে খাওয়া সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিস্তা পাড়ের বাসিন্দা জয়নব খাতুন বলেন, কয়দিন ধরি খুব জার (ঠান্ডা) লাগে বাহে। সারাদিন হুহু করি বাতাস থাকে। ঠান্ডাত খুব কস্ট নাগে। কম্বল পায়া খুব উপকার হইল।

এ বিষয়ে ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন মিজানুর রহমান বলেন, উত্তরাঞ্চলে টানা শীত চলছে। খেটে খাওয়া সাধারণ মানুষ এতে চরম কস্টে ভুগছে। তাই আমরা ঢাকা থেকে কম্বল নিয়ে এসেছি তিস্তাপাড়ের মানুষের জন্য। ঢাকা এম্বাসেডর লায়ন্স ফ্যামিলি ক্লাবের নানাবিধ জনসহযোগিতামূলক কাজের অংশ হিসেবে এসব কম্বল বিটি করা হয়। আমরা পরবর্তীতে এসব এলাকায় চক্ষু শিবির সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে চলতে চাই।

ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন আহমেদুজ্জামানের সার্বিক তত্তাবধানে এসময় উক্ত ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্ণরের উপদেষ্টা মোহাম্মদ বজলুর রহমান খান (বি আর খান), উক্ত ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন মিজানুর রহমান, চেয়ারম্যান, স্কাইলা বাংলাদেশ লিমিটেড, মহিষখোচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত