সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

তিস্তায় নৌকা ডুবে শিশু নিহত, নিখোঁজ ৬ জন

নিজস্ব প্রতিবেদকঃ

আত্মীয়ের বাসায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে তিস্তা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় একজন শিশু (আড়াই বছর) নিহত হয়েছে । ২৬ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা ২১ জনকে উদ্ধার করে। এর মধ্যে অসুস্থ ৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উলিপুরে চিকিৎসাধীন রয়েছে। নিখোঁজ রয়েছে ৬ জন।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিস্তায় নৌকা ডুবে শিশু নিহত, নিখোঁজ ৬ জন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় বুধবার ১৯/০৬/২০২৪ সন্ধ্যা সাড়ে ৭ টায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা জানিয়েছে, আত্মীয়ের বাসায় বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। নৌকার মাঝি চর বজরার মৃত শুমার আলীর পুত্র মোফাজ্জল হোসেন বলে জানা গেছে। নৌকার মাঝি ও সংগীরা সবাই আত্মীয় স্বজন ছিলো। নয়শ একর এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। অনেকেই সাঁতরে নদীর তীরে উঠে আসেন। পরে স্থানীয়রা গিয়ে বাকিদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়।

বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার বলেন, নৌকা ডুবেছে। সবাই উদ্ধারে গিয়েছি। অনেকেই হাসপাতালে গেছেন।

সম্পর্কিত