অনলাইন ডেস্কঃ
গাজীপুরের শ্রীপুরে এক বাবার বি রুদ্ধে যমজ দুই কিশোরী মেয়েকে দিনের পর দিন ধ র্ষণের অভিযোগ উঠেছে। তাদের মায়ের মামলার পর অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।গেল শুক্রবার রাতে ওই কিশোরীদের মা থানায় স্বামীর বি রুদ্ধে একটি মামলা করেন। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি উপজেলার মাওনা এলাকায়। তার তিন বউ রয়েছে।কিশোরীদের মা জানান, প্রায় ২৫ বছর আগে তার বিয়ে হয়।
তাদের সংসারে দুটি যমজ মেয়ে হয়। পরে তার অনুমতি ছাড়াই ওই ব্যক্তি আরো দুটি বিয়ে করেন।তিনি বলেন, কয়েক বছর আগে আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। সে আমাদের ভরণ-পোষণ না দিলেও ভয়ভীতি দেখিয়ে আমার সঙ্গে মেলামেশা করত। সে সময় মেয়েদেরও বহুবার ধ র্ষণ করেছে। একবার আমার সামনেই ভয় দেখিয়ে দুই মেয়েকে একই ঘরে ধ র্ষণ করে। আমি প্রতিবাদ করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।
শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে ডাকাতিসহ মা দকসেবনেরও অভিযোগ রয়েছে। সে খুবই হিংস্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার মেয়েদের ধ র্ষণের কথা স্বীকার করেছে।তিনি আরো বলেন, কিশোরীদের ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।