সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তিতাস গ্যাসে বড় নিয়োগ

অনলাইন ডেস্কঃ

পেট্রোবাংলা কোম্পানি টাইটাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ৭টি ক্যাটাগরির পদে নবম ও দশম গ্রেডে ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  1. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্ট) পদের সংখ্যা: 11টি যোগ্যতা: বাণিজ্যে প্রথম শ্রেণির স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণি/সিএ বা আইসিএমএ (ইন্টারমিডিয়েট)/এমবিএ ডিগ্রি পে স্কেল: 22,000 টাকা সহ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর। 53,060 (গ্রেড-9)
  2. পদের নাম: সহকারী কর্মকর্তা (অ্যাকাউন্ট) পদের সংখ্যা: 8 যোগ্যতা: বাণিজ্যে স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ বি.কম ডিগ্রি। বেতন স্কেল: টাকা 16,000-38,640 (গ্রেড-10)

3পদের নাম: সহকারী কর্মকর্তা (সাধারণ) পদের সংখ্যা: 19 যোগ্যতা: প্রশাসনিক ক্ষেত্রের বেতন স্কেলে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি: টাকা 16,000-38,640 (গ্রেড-10)

4পদের নাম: সহকারী প্রকৌশলী পদের সংখ্যা: 40 বিভাগ এবং পদ: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (6); কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (8); সিভিল ইঞ্জিনিয়ারিং (6); কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (8) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (12) যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে B.Sc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা পাঁচটিবছর সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সহ চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল: 22,000-53,060 টাকা (গ্রেড-9)

  1. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী পদের সংখ্যা: 16 বিভাগ এবং পদ: সিভিল (3), মেকানিক্যাল (5), ইলেকট্রিক্যাল (3), কম্পিউটার (4) এবং আর্কিটেকচার (1) যোগ্যতা: চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাসঙ্গিক শৃঙ্খলা। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল: টাকা 16,000-38,640 (গ্রেড-10)
  2. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি) পদের সংখ্যা: 14 যোগ্যতা: প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণিতে এমএসসি ডিগ্রি সহ বিএসসি (সম্মান) দ্বিতীয় শ্রেণি। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল: 22,000-53,060 টাকা (গ্রেড-9)
  3. পদের নাম: সহকারী কারিগরি কর্মকর্তা পদের সংখ্যা: 32 যোগ্যতা: এমএসসি ডিগ্রি বা বিএসসি ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল: টাকা 16,000-38,640 (গ্রেড-10)

বয়সসীমা সাধারণ প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের 20শে ডিসেম্বর 2023 তারিখে বয়স 30 বছরের কম হতে হবেতবে, বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে কল করতে পারেন অথবা [email protected] ঠিকানায় ইমেল করতে পারেন।

আবেদন ফি অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে নবম শ্রেণির পদের জন্য ৬৬৯ টাকা (টেলিটেক সার্ভিস চার্জ সহ) এবং দশম শ্রেণির পদের জন্য ৫৫৭.৫০ টাকা (টেলিটেক সার্ভিস চার্জ সহ) জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: 25 নভেম্বর থেকে 20 ডিসেম্বর 2023, বিকেল 5টা পর্যন্ত।

সম্পর্কিত