মার্চ ২৩, ২০২৩ ২:১৫ বিকাল



তাড়াশে লটারীর মাধ্যমে আমন ধান সংগ্রহের উদ্বোধন

নাসিফ খান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে লটারীর মাধ্যমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের ২০১৯-২০ উদ্বোধন করা হয়েছে। এই অর্থ বছরে উপজেলার প্রান্তিক কৃষকদের নিকট থেকে ২হাজার ৪শত ৫২ মেঃ টন আমন ধান সংগ্রহ করা হবে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এল,এস,ডি কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রফিকুল ইসলাম, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম, ও,এল,এস,ডি ফরিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী, কোষাধ্যক্ষ সোহেল রানা সোহাগ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমুখ।



Comments are closed.

      আরও নিউজ