মার্চ ৩১, ২০২৩ ১২:০০ বিকাল



তাহিরপুর বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রমণ ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অসচ্ছল ব্যক্তিদের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মানবিক সহায়তার বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০জনকে ১০কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় চালের সঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলমের ব্যক্তিগত তহবিল থেকে ১কেজি করে মসুর ডাল ও ১ কেজি আলু বিতরণ করা হয়।

এসব বিতরণের সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, উপজেলা ট্যাগ অফিসার বিপ্লব সরকার, ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, হাসান মিয়া, আবুল কালাম, নুরুল আমীন, জম্মত আলী, আলী হোসেন, সুধাংশু দাস, আব্দুল আলীম, সখিনা বেগম, মিনারা বেগম, ইউনিয়ন পরিষদ সচিব ভূপতি ভূষণ দাস, বদিউজ্জামান, সিরাজ মিয়া, উদ্যোক্তা আনোয়ার হোসেন প্রমুখ।



Comments are closed.

      আরও নিউজ