মার্চ ২৫, ২০২৩ ১১:৪৩ বিকাল



তাহিরপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে করোনা ভাইরাসের লিফলেট বিতরণ

২০/৩/২০

উজ্জল হাসান সুনামগঞ্জ প্রতিনিধি
তাহিরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা মূলক লিফলেট প্রচারণা করেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ। শুক্রবার রাত্রে শ্রীপুর বাজার ও নতুন বাজারের ব্যবসায়ী ও আগত ক্রেতাদের মাঝে এ সমস্ত লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে লিখা ছিল,অসুস্থ হয়ে পড়লে করণীয়,কিভাবে ছড়ায়,করোনা ভাইরাস/নোভেল করোনা ভাইরাস কী?,কখন সন্দেহ করবেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন?,আপনি কিভাবে নিজেকে নিরাপদে রাখবেন? ইত্যাদি পয়েন্টগুলোতে নানান উদাহরণ দিয়ে লিফলেটগুলোকে সাজানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগনেতা উজ্জ্বল হাসান, নাহিদুল ইসলাম (সোহাগ)আবু জাহান তালুকদার,রাজু আহমেদ (জনিক) আফছারুল ( ইসলাম) নাইম আহমেদ, খোকন মিয়া, জাকারিয়া হাসান,
এই সময় করুনা ভাইরাস নিয়ে বক্তব্য দেন, শ্রীপুর উওর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের, মেম্বার আবুল কালাম বলেন আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকব, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করব। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিব।ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করব। নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিস্কার করব। অপ্রয়োজনে ঘরের দরজা,জানালা খুলে রাখব না। এই সময় আর অনেকেই বক্তব্য দেন।



Comments are closed.

      আরও নিউজ