সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ জেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ এর জননন্দিত চেয়ারম্যান খায়রুল হুদা চপল এবং জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি খন্দকার মনজুর আহমদ এর উদ্যোগে হত দরিদ্র দিন মজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ০৪ই এপ্রিল রোজ শনিবার সুনামগঞ্জের তাহিরপুরে তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটনের উপস্থিতিতে ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বরছড়া,লাকমা,বালুছড়া,বুরুঙ্গাছড়া,বাগলী,ট্যাকেরঘাট,শ্রীপুর, চাড়াগাও,কলাগাও,জঙ্গল বাড়ি ২০০ জন হতদরিদ্র মানুষকে ৫ কেজি চাল,১ কেজি ডাল,২ কেজি আলু,০.৫ লিটার তেল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, ট্যাকেরঘাট অস্থায়ী ফাঁড়ি পুলিশ ইনচার্জ আবু মুসা, ,যুবলীগ নেতা মোশারফ খন্দকার,তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদার,নাজমুল হাসান নাহিদ,ছাত্রলীগ নেতা কবির,এরশাদ, একমত,ইসলাম উদ্দিন প্রমুখ।