মার্চ ২৩, ২০২৩ ১:০৮ বিকাল



তাহিরপুরে বাজার মনিটরিং ও সচেতনতামূলক পরামর্শ প্রদান

 

সুনামগঞ্জ প্রতিনিধি
তাহিরপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক পরামর্শ ও দ্রব্যমূল্যবৃদ্ধি রোধে বাজার মনিটরিং করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর সদর, আনোয়ারপুর, বাদাঘাট, চাঁনপুর, বড়ছড়া জয় বাংলা, বালিয়াঘাট, শ্রীপুর বাজারের বিভিন্ন দোকানে মনিটরিং ও বালিয়াঘাট বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনামূলক পরামর্শ দেন তিনি।
এসময় তিনি জনগণকে অযথা বাজারে ঘুরাঘুরি না করা, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, খাদ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি না করা, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকা, জনসমাগম না করা, আতঙ্কিত না হওয়া, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই আবু মোছা, সাংবাদিক এমএ রাজ্জাক, ওয়ার্ড সদস্য নুরুল আমিন প্রমুখ



Comments are closed.

      আরও নিউজ