জাকির হোসেন টুটুলঃআগামী ৭-জানুয়ারী (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে (৫২) রাজশাহী-১’ তানোর-গোদাগাড়ী আসনে বাংলাদশ আনসার ও ভিডিপি তানোর উপজেলা কতৃক আনসার ও ভিডিপি সদস্য মোতায়ন করা হয়েছে।
জানা গেছে গত ৩- জানুয়ারী বিকাল ৩-০০ মিনিটে তানোর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনের মাঠে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ৬১ টি ভোট কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ৪- জন মহিলা আনাসার ও ৬-জন পুরুষ আনসারসহ ২-জন সশস্ত্র পুরুষ আনসার কমান্ডার মোতায়ন করা হয়।
এসময় আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণ ও দিক-নির্দেশনা প্রদান করেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রির্টানিং কর্মকর্তা বিল্লাল হোসেন।
এসম আরও উপস্থিত ছিলেন; তানোর উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট মিসেস মোস্তাকিমা ও উপজেলা আনসার ও ভিডিপি সহকারী প্রশিক্ষক, মিজানুর রহমান এবং প্রশিক্ষিকা মোসাঃ দিপা খাতুন।