মার্চ ৩১, ২০২৩ ১২:৫৩ বিকাল



তরুণের ভাবনা –

তরুণের ভাবনা –
-আবুসায়েম
তরুণের কাছে সব কিছু সমতুল্য ভাঙে শৃঙ্খল।
নদীর স্রুতে ভাসে মুক্ত ভেলায় পালতোলা নোকা উজান চলে।

অকোল সাগরে নেই কূল প্রান্তর নাই কিনার নাই সমতল।

তরুণ জীবন্ত সজীব ভয় বাঁধা যেনো জ্বলন্ত প্রদীপ।

একে অপরের অম্লান আশা আত্তার অন্তরঙ্গে যার ভাষা।
সুন্দর অন্তরে মাখা।
অকৃত্রিম শ্রদ্ধার বসবাস অসীমের মাঝে শৃঙ্খল সত্তা।

সরল বা কঠিন উজ্জ্বল অতি।
তরুণের অন্তরের ধ্বনি যার ভাবনা অনন্ত কাহিনী।

ভিন্ন উপলব্ধি অসীম জ্ঞানের সমৃদ্ধি।

তরুণ বুঝে জীবনের মানে আনন্দ দুঃখের সমক্রয়ে।

ঐ মরু প্রান্তরে প্রাণহীন স্তানে –
তৃপ্ত রোদে ছুটে মুক্ত মনে বাধাহীন কোন অন্তঃপ্রাণে।

সপ্নকে বাস্তবিক রুপে দেখে,
নিজ কল্পনায় ছবি আঁকে মনের আকাশে রংধনু উঠে।

সেই রংঙিন আকাশে নানান পাখি ভেসে বেড়ায় হরেক কল্পনায়।।

আধারেও যেন ঝুনাক জ্বলে।
নদীর জুয়ারে নৌকা চলে পাল তুলে বেপরোয়া!

চোখে জ্বলন্ত অগ্নি-
ভাবাই যায়না ভিন্নতর ভাব উদাস মন সারাক্ষণ কী ভাবে?

ছুটে চলে মন নাহি মনে একাকিত্বে



Comments are closed.

      আরও নিউজ