মার্চ ২৫, ২০২৩ ১১:৪৪ বিকাল



তবকপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের গনসংবর্ধনা অনুষ্ঠিত

শাহীন মন্ডল,উলিপুর,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে তবকপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ মোখলেছুর রহমান ও সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের গণসংবর্ধনা দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে তবকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গণসংবর্ধনা অনুষ্ঠানের সমন্বয় কমিটির প্রধান জাহাঙ্গীর আলম এর পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি প্রবীন আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেনের দিক নির্দেশনায় উপস্থাপনা করেন আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আসাদ।

উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,উলিপুর থানা ইনচার্জ ইমতিয়াজ কবির,উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহ, ক্রিয়া সম্পাদক সোহরাব হোসেন মোল্লা,ত্রান ও দূযোর্গ বিষয়ক সম্পাদক মনজুরুল সরদার বাবু, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল আলিম, কানাডা শাখার সাবেক সহ সভাপতি সালমান হাসান ডেভিড মারজান, তবকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদার রহমান বকুল সহ উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ডের নেতাকর্মীরা ও জনসাধারণ।

এসময় উপস্থিত অতিথিগন সহ নবনির্বাচিত চেয়ারম্যান মোখলেছুর রহমান ও সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের ক্রেস্ট, উপহার সামগ্রী সহ ফুলেল শুভেচছা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বজনরা।
অনুষ্ঠানে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্য রাখেন তবকপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ মোখলেছুর রহমান।
এসময় তিনি বলেন,যারা যেভাবে আমার ভোটে কাজ করছেন ও ভোট দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একটি আদর্শ ও মডেল ইউনিয়ন গড়তে সকলে সহযোগিতা কমনা করেন।
শাহীন মন্ডল



Comments are closed.

      আরও নিউজ