শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঢাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে রাবি ছাত্রলীগের সুপেয় পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ

বদরুল ইসলাম জামিলঃ আজ ২৪শে ফেব্রুয়ারি, (খ ইউনিট) কলা,আইন ও সমাজবিজ্ঞান অনুষদের পরিক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার দ্বার উন্মোচন হয়েছে আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে এ পরিক্ষা। প্রায় ১ লাখ ১২ হাজার ২২৬ জন শিক্ষার্থীর একযোগে অংশগ্রহণে বেলা ১১ টায় অনুষ্ঠিত হয় পরিক্ষাটি।

উক্ত পরিক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে সুপেয় পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এছাড়াও সেচ্ছাসেবার কাজে নিয়োজিত ছিলো ছাত্রলীগের কর্মীগণ। তাদের এরকম কাজে আনন্দিত হয়েছে ভর্তি পরিক্ষা দিতে আসা শিক্ষার্থী। রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব ভাইয়ের সরাসরি অংশগ্রহণে পরিচালিত হয় এই ব্যতিক্রমি উদ্যোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আটটি আঞ্চলিক কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত