বদরুল ইসলাম জামিলঃ আজ ২৪শে ফেব্রুয়ারি, (খ ইউনিট) কলা,আইন ও সমাজবিজ্ঞান অনুষদের পরিক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার দ্বার উন্মোচন হয়েছে আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে এ পরিক্ষা। প্রায় ১ লাখ ১২ হাজার ২২৬ জন শিক্ষার্থীর একযোগে অংশগ্রহণে বেলা ১১ টায় অনুষ্ঠিত হয় পরিক্ষাটি।
উক্ত পরিক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে সুপেয় পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এছাড়াও সেচ্ছাসেবার কাজে নিয়োজিত ছিলো ছাত্রলীগের কর্মীগণ। তাদের এরকম কাজে আনন্দিত হয়েছে ভর্তি পরিক্ষা দিতে আসা শিক্ষার্থী। রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব ভাইয়ের সরাসরি অংশগ্রহণে পরিচালিত হয় এই ব্যতিক্রমি উদ্যোগ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আটটি আঞ্চলিক কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।