নিউজ ডেস্কঃ ঢাকা, সিলেট এবং আশপাশের কিছু এলাকাসহ দেশের নানা স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটে এ কম্পনের সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুসারে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূমিকম্পটি দেশের বিভিন্ন অঞ্চলে কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি করে।
আবহাওয়াবিদ রুবায়েত কবীর জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারের একটি অঞ্চল। এটি ঢাকা থেকে প্রায় ৪৮২ কিলোমিটার দূরে অবস্থিত। উৎপত্তিস্থলের কম্পনের কারণে রাজধানীসহ সিলেট এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটি মাঝারি মাত্রার হলেও এটি কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়নি। তবে এটি ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে বলে অনেকে মনে করছেন। ভূমিকম্পের কারণে আতঙ্কিত হয়ে কিছু এলাকায় মানুষ ঘর থেকে বাইরে বের হয়ে আসে।
বাংলাদেশের অবস্থান ভূমিকম্পপ্রবণ অঞ্চলে হওয়ায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষজ্ঞরা নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ভূমিকম্প মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন।