মার্চ ২৩, ২০২৩ ২:১০ বিকাল



ঢাকা টু রৌমারী রুটে ৫দিন থেকে সরাসরি বাস বন্ধ:জনদুর্ভোগ চরমে

এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদদ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও রাজিবপুর উপজেলাবাসীর রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম সড়ক পথ।সড়ক পথে বাসে চরে রাজধানী ঢাকাসহ সারাদেশে যাত্রী ও নিত্য প্রয়োজনীয় পন্য আনা নেওয়া করে।

গত ৫দিন যাবৎ ঢাকা থেকে রৌমারী পর্যন্ত সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।ঢাকা থেকে বাস কদমতলি পর্যন্ত অাসে ভোরে এবং সন্ধ্যায় ।কদমতলি থেকে যাত্রীসাধারন রিকসা,ভ্যান,অটোতে করে মালামালসহ কষ্ট করে বাধ্য হয়ে তীব্র শীতের মধ্যে ছোট ছোট বাচ্চা,বয়স্ক মানুষসহ চলাচল করতে বাধ্য হচ্ছে।
অনুসন্ধানে জানা যায় যে,মালিক শ্রমিক দ্বন্দের কারনে এ সমস্যার উৎপত্তি হয়েছে।রৌমারী ঢাকা রুটে মানসম্মত বাস গাড়ীর মধ্যে রিফাত,সিয়াম,পলি পরিবহন উল্লেখযোগ্য। এই বাস গুলো বর্তমানে রৌমারী সদর পর্যন্ত অাসে না।শাওন পরিবহন রৌমারী থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।ভুক্তভোগী যাত্রী সাধারন, জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।



Comments are closed.

      আরও নিউজ