মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন আলী আসলাম জুয়েল।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর, ধর্মগড় ও কাশিপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল।
নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার সহ ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তিনি গত নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন। এবারও তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
আলী আসলাম জুয়েল বলেন, বালিয়াডাঙ্গী – হরিপুর উপজেলা সহ, ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতা কর্মীরা আমার বাসায় ভিড় করছেন। তারা আমাকে নির্বাচন করতে বলেছেন।যেহেতু নেত্রী বলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে নির্বাচন করলে দলের কোন বাধা নেই তাই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
আলী আসলাম জুয়েল ছাড়াও এই আসন থেকে ১ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।