বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁও রাতের আঁধারে কৃষকের ১৫ বিঘা জমির ফসল নষ্ট করল দুর্বৃত্তরা

আহসান হাবিব স্টাফ রিপোর্টারঃঠাকুরগাঁওয়ের তৌহিদুল ইসলাম নামের এক কৃষকের ১৩ বিঘা মিস্টি কুমড়ারক্ষেত, ১বিঘা পেয়াজের বীজের ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। সাথে ১ বিঘা জমির আলুও চুরি করে নিয়ে যায়।রোবিবার রাতে জেলার রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ঠপুর এলাকায় এই ঘটনা ঘটে।এতে তৌহিদুল ইসলামের ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় তৌহিদুল ইসলামের পিতা হামিদুল ইসলাম অন্যের জমি বর্গা নিয়ে চাষ করতেন। কৃষি কাজে লাভজনক হওয়ায় ঋন নিয়ে তিনি তার দুই ছেলেকেও এই কাজে লাগান। এখন ক্ষেতের ফল নষ্ট হওয়ায় ঋণগ্রস্থ ও নি:স্ব হামিদুল ইসলাম ও তার ছেলেরা। এ ব্যাপারে ক্ষতিপূরণ সহ সুষ্ঠু বিচারের দাবি ক্ষতিগ্রস্তদের।

রুহিয়া থানা পুলিশ ঘটনা পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল।

সম্পর্কিত