মার্চ ২৫, ২০২৩ ১০:৪০ বিকাল



ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আসন্ন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে গত ১৫ অক্টোবর মঙ্গলবার বিডি হলে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা, সহ- সভাপতি মাহাবুবুর রহমার খোকন, মাহাবুবুর রহমান বাবলু, যুগ্ন সম্পাদক দীপক চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মোম্তাক আহম্মেদ টুলু, মাঝহারুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা আ’লীগের বিভিন্ন নেতাকর্মী ও সকল অঙ্গ সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই বর্ধিত সভায় বক্তরা আসন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে, সকল ওয়ার্ড, ইউনিয়র, পৌরসভা ও উপজেলার দ্রুত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রগণ করেন।



Comments are closed.

      আরও নিউজ