মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও পুলিশ লাইন এর সামনে ট্রাক চাপায় এক অজ্ঞাত মোটরসাইকেল চালক নিহত হয় ।
নিহত ব্যক্তির এখনো কোন পরিচয় পাওয়া যায় নাই।
ঘাতক ট্রাকটি ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে হতে গড়েয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় আর নিহত মোটরসাইকেল চালক ঠাকুরগাঁও শহরে প্রবেশর সময় এ ঘটনা ঘটে।
ঘাতক ট্রাকটি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়।তাত্ক্ষণিক ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করে।
উদ্ধার করে নিহত ব্যক্তির লাশটি ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়। ঘাতক ট্রাকটি।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেলে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসা ইনচার্জ এর সাথে কথা বলে জানা যায় এবিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে ট্রাকটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে